রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নোয়াখালীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মাকে প্রকাশ্যে মারধর করেছে আবদুল কাইয়ুম নামের এক ব্যক্তি। শনিবার বিকেলে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর মাইজদী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত নারীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সুধারাম মডেল থানায় অভিযোগ করেছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই তরুণীকে দীর্ঘদিন ধরে অনৈতিক প্রস্তাব দিচ্ছিল কাইয়ুম। শনিবার বিকেলে তিনি মাকে নিয়ে কেনাকাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বাড়ির সামনের সড়কে তাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করে কাইয়ুম। একই সঙ্গে তার ওড়না ধরে টান দেয়। ওই ঘটনার প্রতিবাদ করলে তার মায়ের সঙ্গে বাকবিতণ্ডা হয় কাইয়ুমের।
এক পর্যায়ে কাইয়ুমের সহযোগী জুয়েল মোবাইলে আরো ৭-৮জনকে ডেকে আনে। পরে কাইয়ুম ওই নারীর চুল ধরে প্রকাশ্যে টেনেহিঁচড়ে মাটিতে ফেলে কিল, ঘুসি ও লাথি মারতে থাকে। ওই সময় মা-মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা মা-মেয়েকে অ্যাসিড নিক্ষেপের হুমকি দেয়।
ভুক্তভোগী তরুণী জানান, ঘটনার পর পুলিশ কাইয়ুমকে আটক করলেও রহস্যজনকভাবে সে ছাড়া পেয়ে যায়। এ অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছেন মা-মেয়ে।
অভিযুক্ত আবদুল কাইয়ুম জানায়, সে কোনো নারীর গায়ে হাত তোলেনি। জমিতে পানি সেচ দেয়া নিয়ে রায়হান নামে এক যুবকের সঙ্গে হাতাহাতি হয়েছে।
সুধারাম মডেল থানার ওসি শাহেদ উদ্দিন জানান, কোনো নারীকে মারধর বা শ্নীলতাহানির ঘটনা ঘটেনি। জমি সংক্রান্ত বিরোধে সামান্য হাতাহাতি হয়েছে। ওই ঘটনায় উভয় পক্ষ লিখিত অভিযোগ করেছে। অভিযোগগুলো তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply