বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ ইয়াবাসহ আটক বরিশালের গৌরনদী উপজেলার মাদক কারবারি রানা সরদারকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ট্রাইব্যুনাল।
রোববার বিকেলে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম শহীদ আহম্মেদ আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রানা সরদার উপজেলার পশ্চিম ডুমুরিয়া এলাকার মৃত ধলু সরদারের ছেলে।
বেঞ্চ সহকারী হুমায়ুন কবির জানান, ২০১৭ সালের ৬ জানুয়ারি গৌরনদী থানা পুলিশের এসআই মনিরুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে পশ্চিম ডুমুরিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় রানার কাছ থেকে ৬৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মনিরুল বাদী হয়ে মামলা দায়ের করেন।
একই বছরের ২০ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সগির হোসেন একমাত্র রানাকে অভিযুক্ত করে চার্জশিট দেন। ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক রায় ঘোষণা করলেন।
Leave a Reply