শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন
এম. কে. রানা, নিজস্ব প্রতিনিধি॥ ওপেন হাউজ ডে’তে অভিযোগ জানানোর মাস না পেরুতেই চোরাই মালামাল উদ্ধার ও চোরকে আটক করেছে পুলিশ। সিনিঃ সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী) মোঃ রাসেল এর নিবির অনুসন্ধানে এমনটি সম্ভব হয়েছে। উল্লেখ্য গত ১৩ অক্টোবর ওপেন হাউজ ডে অনুষ্ঠানে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য সিনিঃ সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী) মোঃ রাসেলকে নির্দেশ দেন।
সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেল এর সার্বিক তত্ত্বাবধান, নিবিড় পর্যবেক্ষণ ও সহযোগিতায় এসআই মোঃ আসাদুল ইসলাম, সঙ্গীয় এএসআই স্বপন কুমার দাস ও অন্যান্য অফিসারবৃন্দ, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে দীর্ঘ ১ বছর আত্মগোপনে থাকা আসামী (বাদীর মামা) মোঃ আজিজুল ইসলামকে (৫০) ডিএমপি দারুস সালাম থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেন। এ সময় একটি সিলভার কালারের ১৪ ইঞ্চি acer ল্যাপটপ ও একটি আইফোন আসামীর নিজ হেফাজত থেকে উদ্ধার করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply