সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৪৩ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ পারিবারিক কলহের জের ধরে শ্যালকের লাঠির আঘাতে দুলাভাই হত্যা মামলার আসামি শ্যালক মো. জাফর মুন্সিকে (৪৫) আটক করেছে বরগুনা সিআইডি। শনিবার (৭ নভেম্বর) বিকেলে বরগুনার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আসামি জাফরকে রোববার (৮ নভেম্বর) আদালতে সোপর্দ করা হবে।
বরগুনা সিআইডির এসআই মো. সেলিম সরদার পূর্বপশ্চিমকে বলেন, দীর্ঘদিন পলাতক ছিল নুরুল ইসলাম হত্যা মামলার ২ নম্বর আসামি জাফর। মামলার ১ নম্বর আসামি কালাম মিয়া ঘটনার দিন পুলিশের হাতে আটক হয়। কালাম দীর্ঘদিন জেলহাজত খেটে সম্প্রতি উচ্চাদালত থেকে জামিনের আসার পরই জাফর প্রকাশ্যে আসে। তিনি বলেন, আমরা কয়েকদিন জাফরকে আটকের জন্য ওৎ পেতে ছিলাম, আজ সকাল থেকে বাড়ির কাছাকাছি নজরদারি করে বিকেলে তাকে আটক করতে সক্ষম হই।
এর আগে বুধবার (২৯ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের রুহিতা গ্রামে নুরুল ইসলামকে (৫৫) আপন ভাই মো. কালাম ও শ্যালক জাফর পারিবারিক বিরোধকে কেন্দ্র করে লাঠি দিয়ে পিটায়। পরে পাথরঘাটা হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। ওইদিন নুরুর ইসলামের ভাই কালামকে আটক করে পুলিশ। পরে পাথরঘাটা থানায় নুরুল ইসলামের স্ত্রী তাজেনুর বেগম বাদি হয়ে ৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
Leave a Reply