সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০২:৫০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সাদা পোশাকে ইয়াবা উদ্ধারে অভিযানে যায় পুলিশ। এ সময় হাতেনাতে ধরতে পারলেও এক পুলিশ সদস্যকে কামড়ে পালিয়ে যান ইয়াবা ব্যবসায়ী। তবে শেষ রক্ষা হয়নি তার। অবশেষে পুলিশের হাতেই ধরা পড়তে হলো।
সোমবার রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে। আটক আরমান একই উপজেলার কুরুষা ফেরুষা গ্রামের আমিনুল ইসলামের ছেলে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আহত পুলিশ সদস্য সন্তোষ কুমার কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ইয়াবা উদ্ধারের উদ্দেশ্যে সাদা পোশাকে ক্রেতা সেজে আরমানের সঙ্গে যোগাযোগ করেন কনস্টেবল সন্তোষ কুমার। পরে আরমানের কথা অনুযায়ী বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ মাঠে সন্তোষ দেখা করেন। সেখানে ইয়াবা হস্তান্তরের সময় আরমানকে জাপটে ধরেন তিনি। কিন্তু আরমান কনস্টেবল সন্তোষের বাম হাতের আঙুলে কামড় দিয়ে ধাক্কা মেরে পালিয়ে যান।
এতে সন্তোষের নখ উপড়ে যায়। পরে অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যান। এরপর রাতেই অভিযান চালিয়ে সাতটি ইয়াবাসহ আরমানকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।
ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সারওয়ার পারভেজ বলেন, আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আহত পুলিশ সদস্য কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন।
Leave a Reply