শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ইলিশ সংরক্ষণে বরিশাল অঞ্চলের বিভিন্ন নদীতে নৌ-পুলিশ অভিযান চালিয়েছে। এ সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে নৌ-পুলিশের এসপি কফিল উদ্দিন, বরিশাল নদী-বন্দর থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন অভিযান চালান।
ওসি আব্দুল্লাহ আল-মামুন বলেন, গত ১৪ অক্টোবর থেকে বরিশাল অঞ্চলের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ২১ দিনে ৬৫ জন অবৈধ ইলিশ শিকারী জেলেকে আটক করা হয়েছে।
আটক জেলেদের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করা হয়। পাশাপাশি ৩১ লাখ মিটার কারেন্ট জাল ও ১ লাখ মিটার সুতা জাল উদ্ধার করা হয়। এছাড়া অভিযানে ৪শ’কেজি ইলিশ উদ্ধার করে এতিমখানা মাদরাসায় বিতরণ করা হয়।
নৌ-পুলিশের এসপি কফিল উদ্দিন জানান, ২২ দিন ইলিশ প্রজনন রক্ষায় নৌ-পুলিশের সদস্যরা নিরলসভাবে কাজ করেছেন। ১ নভেম্বর থেকে ৬ মাস ব্যাপি ঝাটকা নিধন অভিযানে নৌ-পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরো জানান, বরিশাল নৌ-পুলিশ, র্যাব, কোস্টগার্ড ও মৎস্য কর্মকর্তাদের সমন্বয়ে এ পর্যন্ত ১১১টি মোবাইল কোর্টের মাধ্যমে ৭২ জন জেলেকে জরিমানা করা হয়। এতে ৩ লাখ ৫১ হাজার টাকা রাজস্ব আদায় করা হয়।
এ সব অভিযানে ৫৩২ টি মামলা দেয়াসহ বিভিন্ন মেয়াদে ৪৬০ জনকে কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি অভিযানে ২৭ লাখ ৯০ হাজার মিটার জাল উদ্ধারের পর তা পুড়িয়ে বিনিষ্ট করা হয়।
Leave a Reply