শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা করার অভিযোগে সিরাজ বেপারীকে (৫০) ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা আটক করে রোববার রাতে গৌরনদী মডেল থানায় সোপর্দ করেছে।
গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক তৌহিদুজ্জামান জানান, বাটাজোর গ্রামের শারীরিক ও মানষিক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) টাকার প্রলোভন দেখিয়ে নিজ বসত ঘরের মধ্যে জোর পূর্বক ধর্ষণ করে প্রতিবেশী সিরাজ বেপারী। পরবতর্ীতে ওই প্রতিবন্ধি অন্তঃসত্তা হয়ে পরে।
এ ঘটনায় প্রতিবন্ধী কিশোরীর পিতা গত ৪ অক্টোবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের পর থেকে আসামী সিরাজ বেপারী পালাতক ছিলো।
মামলার তদন্তকারী কর্মকতার্ গৌরনদী মডেল থানার এসআই হেলাল উদ্দিন জানান, শুক্রবার র্যাব-৮ এর সদস্যরা অভিযান চালিয়ে যাত্রাবাড়ি এলাকা থেকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিরাজ বেপারী ধর্ষণের কথা স্বীকার করেছে। সোমবার সকালে গ্রেফতারকৃত সিরাজ বেপারীকে আদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply