শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাটে সারারাত আটকে রেখে ধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেছেন সেই গৃহবধূ। মঙ্গলবার বিকেলে কাজীরহাট থানায় মামলাটি দায়ের করেন তিনি। মামলায় স্থানীয় বাবু হাওলাদার, নাজমুল, পরান ভূইয়াসহ পাঁচ জনকে আসামি করা হয়েছে।
জানা গেছে, মেহেন্দিগঞ্জের আন্ধারমানিক ইউনিয়নের ওই গৃহবধূকে একই এলাকার নাজমুল, বাবু ও রাজিব রবিবার গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে আটকে রাখে। এরপর সোমবার সকালে স্থানীয় ইউপি সদস্য পরান ভূইয়ার উপস্থিতিতে ওই গৃহবধূকে তার মায়ের কাছে পৌঁছে দেয়।
এ ঘটনার পর ওই গৃহবধূ ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। এক পর্যায়ে বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। কিন্ত ওই গৃহবধূ গুরুতর অসুস্থ হয়ে পড়লে সোমবার সন্ধ্যায় তাকে পার্শ্ববর্তী হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এরপরই ঘটনাটি জানাজানি হয়। এ নিয়ে ভয়েস অব বরিশাল. কম সংবাদ প্রকাশিত হয়। তারপর পুলিশ খোঁজ নিয়ে গৃহবধূর মাধ্যমে মামলা দায়ের করে। কাজীরহাট থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply