কলকাতার প্রথম জয় Latest Update News of Bangladesh

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




কলকাতার প্রথম জয়

কলকাতার প্রথম জয়

কলকাতার প্রথম জয়




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ আইপিএলের চলতি আসরে প্রথম ম্যাচেই হেরেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে পরের ম্যাচে শনিবার রাতে সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটের ব্যবধানেহ হারিয়েছে তারা। তাদের প্রথম জয়ে দ্বিতীয় হারের স্বাদ নিয়েছে হায়দরাবাদ।

 

 

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হায়দরাবাদ প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৪২ রান করে। জবাবে ১২ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় কলকাতা।

 

রান তাড়া করতে নেমে ৬ রানে প্রথম, ৪৩ রানে দ্বিতীয় ও ৫৩ রানে তৃতীয় উইকেট হারালেও কখনো পিছিয়ে পড়েনি কেকেআর। সুনীল নারিন ০, নিতিশ রানা ২৬ ও দিনেশ কার্তিক ০ রানে আউট হন।

 

 

তারা দ্রুত আউট হলেও দলকে ব্যাকফুটে যেতে দেননি শুভমান গিল ও ইয়ান মরগান। চতুর্থ উইকেটে তারা দুজন ৯২ রানের জুটি গড়ে দলকে অনায়াস জয় এনে দেন। গিল ৬২ বল খেলে ৫ চার ও ২ ছক্কায় ৭০ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ২৯ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪২ রানে অপরাজিত থাকেন মরগান।

 

 

হায়দরাবাদের খলিল আহমেদ, থাঙ্গারাসু নটরাজন ও রশিদ খান ১টি করে উইকেট নেন।

 

 

তার আগে হায়দরাবাদের ইনিংসে ব্যাট হাতে রান করেন মানিষ পান্ডে, ডেভিড ওয়ার্নার ও ঋদ্ধিমান সাহা। পান্ডে ৩৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫১ রান করেন। ওয়ার্নার ২ চার ও ১ ছক্কায় করেন ৩৬ রান। আর সাহার ব্যাট থেকে আসে ৩০ রান।

 

 

ম্যাচসেরা নির্বাচিত হন শুভমান গিল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD