শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীতে করোনাভাইরাসের সংক্রমণে শনিবার দুই নারীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপরজন পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পটুয়াখালীর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, মারা যাওয়া দুই নারীর মধ্যে একজনের বাড়ি পটুয়াখালী শহরের আরামবাগ এলাকায়। ওই নারীর বয়স ৮০ বছর।
করোনা উপসর্গ নিয়ে গত ২৮ জুলাই ওই নারী পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হন। ওই দিনই তার নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। পরের দিন তার নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা পজিটিভ আসে।
শনিবার রাত ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অপর নারীর বাড়ি জেলার বাউফল উপজেলায়। ওই নারীর বয়স ৬০ বছর। ২৭ জুন ওই নারীর নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা পজিটিভ আসে। এরপর থেকে দীর্ঘদিন ওই নারী বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি শনিবার দুপুর সাড়ে ১২টায় মারা যান।
পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, মৃত দুই নারীর বাড়ি ও আশপাশের এলাকা লকডাউন করার উদ্যোগ নেওয়া হয়েছে। কভিড-১৯ প্রটোকল অনুযায়ী তাদের দাফন সম্পন্ন হয়েছে।
Leave a Reply