শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল জেলার কাজিরহাট থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার কাজিরহাট থানাধীন ভংগা গ্রামের কাশেম হাওলাদারের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।
অসাধু মাদক ব্যবসায়ীরা দেশের বিভিন্ন স্থান হতে মাদকদ্রব্য সংগ্রহ করে বরিশাল জেলার কাজিরহাট থানাসহ বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে, এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৮ মঙ্গলবার কাজিরহাট থানা এলাকায় অভিযান চালায়।
কাজিরহাট থানাধীন ভংগা গ্রামের কাশেম হাওলাদারের বাড়ির সামনে থেকে মো. মনসুর আলীর ছেলে মো. জাকির হোসেনকে (৩৮) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে বরিশাল জেলার কাজিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
Leave a Reply