শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ থেকে ফিরে এসে, এইচ এম হেলাল॥ পুলিশ জনতা,জনতাই পুলিশ এমন স্লোগান নতুন নয়, ওপেন হাউজডে এমন বক্তব্য শোনা যায় পুলিশের সাধারন মানুষদের সচেতনতায় বিভিন্ন অনুষ্ঠানে। কিন্তু স্লোগান যেন কোন এক রুপ ধারন করেছে। ফলে পুলিশের উপর আস্তা নিয়ে থাকা মানুষের মাঝে নেই বললেই চলে। পুরো পুলিশ সদস্যদের বিতর্ক করলেন মেহেন্দিগঞ্জ থানার এস আই ইয়াদুল।
বরিশালের মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলাকে কেন্দ্র করে আসামির বাড়িতে গিয়ে হামলার অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে লক্ষীপুর ঢালী বাড়ির রাস্তার মাথায় একটি বসতবাড়িতে। মঙ্গলবার (৯জুন) রাত দশটার সময় এ ঘটনা ঘটে। যদিও মামলার আসামিকে না পেয়ে ক্ষিপ্ত হয়ে তার শিশুর উপর নির্মম নির্যাতন করার পাশাপাশি বসত ঘরের দরজা খুলতে দেরি করায় লাথি মেরে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। পরে আসামী ছালাউদ্দীনকে না পেয়ে ঘরের ভিতে আসবাবপত্র ভাংচুর করেন পুলিশ সদস্য।
এদিকে অপর এক আসামির ঘরে তান্ডব চালালে একপর্যয় ৭ বছরের শিশু হাবিবা ও ইব্রাহিম আহত হয়।
হাবিবা একই বাড়ির হানিফ শিকদারের মেয়ে। এসময় দুজনই রক্তাক্ত জখম হয়।
মেহেন্দিগঞ্জ থানার এস আই ইয়াদুল এমন প্রশ্ন জন্ম দেয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য পুলিশের আইজিপির হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।
অভিযোগে জানা যায় গত ২দিন আগে ধুলখোলা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক কথিত সন্ত্রাসী কালাম বেপারী ও তার পোষ্য ক্যাডাররা চাদার দাবীতে পাশ্চবর্তী উলানিয়া ইউনিয়নের সলদি লক্ষিপুরের মেম্বার আঃ রব ঢালীর আলীগঞ্জ বাজারে অবস্থিত ২টি দোকানে তালা ঝুলিয়ে দেয়।
সেই ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় মুঠোফোনে ওসির সহযোগীতা চেয়ে প্রতিকার পাননি মেম্বার। ওই ঘটনা ভিন্নখাতে নিতে অভিযুক্ত কালাম বেপারী তার এক আতœীয়কে আহত সাজিয়ে হাসপাতালে ভর্তি করে মেহেন্দিগঞ্জ থানায় উল্টো ক্ষতিগ্রস্ত দোকানদার মেম্বার পরিবারকে আসামী করে মামলা দায়ের করেন।
ওই মামলায় অতিউৎসাহী এস আই ইয়াদুল ঘটনাস্থলে এসে এমন ন্যাক্কারজনক কাজ করেন। এছাড়াও ওই এস আই ইয়াদুল কালাম বেপারীর পক্ষে অবস্থান নিয়ে কালাম বেপারীর ভিন্নমতের আ’লীগ নেতাকর্মীদের হয়রানী করে যাচ্ছেন।
মেম্বার পরিবার জানান, সেখানে রাজনৈতিক আদিপত্ত্য বিস্তারকে কেন্দ্র করে কালাম বেপারী বনাম জামাল ঢালীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছে।
কালাম বেপারী তার অবৈধ কর্মকান্ড যেমন চরদখল, নদীতে নৌযান থেকে চাদা উত্তোলনসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড নির্বিগ্নে করার জন্য অতিউৎসাহী পুলিশ ইয়াদুলকে হাতিয়ার হিসাবে ব্যাবহার করছেন।
Leave a Reply