বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত ২ মাসে বরিশাল জেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩১৫টি অভিযান পরিচালিত হয়েছে।
জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৩১৫টি মোবাইল কোর্টের মাধ্যমে ৫৪২ জন ব্যক্তি ও ৬৮০টি প্রতিষ্ঠানকে ৪৫ লাখ ২১ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ৫১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ১২টি প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হয়। লকডাউনের নিয়ম না মেনে দোকান প্রতিষ্ঠান খোলা রাখা, ওষুধসহ নিত্যপণ্যের অধিক মূল্য আদায়, যানবাহন চলাচল প্রশ্নে সামাজিক দূরত্ব বজায় না রাখা এবং অতিরিক্ত ভাড়া নেয়াসহ নানা অপরাধে এ সব দণ্ড দেয়া ও জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় সদা সচেষ্ট রয়েছে প্রশাসন এবং জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply