সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ করোনাভাইরাসের হাত থেকে রক্ষা পেতে ঝালকাঠির নলছিটি উপজেলায় ছাত্রলীগের উদ্যোগে জীবানুনাশক স্প্রে ও সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং করা হচ্ছে।
গত এক সপ্তাহ ধরে উপজেলার কুশঙ্গল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান জামালের নেতৃত্বে সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা, যানবাহন, রাস্তাঘাট, অলিগলি ও বেশ কয়েকটি মসজিদে জীবানুনাশক স্প্রে করা হয়।
এ সময় তার সাথে ছিলেন ইউনিয়ন ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, নাঈম সরদার, আল-মামুন, মোহাম্মদ রাব্বি, রাকিব সিকদার প্রমুখ।
এছাড়া তাদের উদ্যোগে হ্যান্ড সেনিটাইজার দিয়ে সড়কে চলাচল করা মানুষদের হাত ধুয়ে দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সচেতন করতে মাইকিং অব্যাহত রেখেছেন তারা।
কুশঙ্গল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান জামাল বলেন, দেশে করোনা পরিস্থিতি মোকাবেলায় ছাত্রলীগের পক্ষ থেকে এলাকার মানুষকে সচেতন করতে মাইকিং করেছি। ইউনিয়নে প্রবেশ করা এবং বাইরে যাওয়া যানবাহনকে জীবানুমুক্ত করার জন্য আমরা জীবানুনাশক স্প্রে করছি। দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
Leave a Reply