বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ এবার কিশোর গ্যাং’র তিন সদস্যের বিরুদ্ধে সুনামগঞ্জের তাহিরপুরে এক যুবকের ওপর হামলা ও তাকে হত্যাচেষ্টার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) উপজেলার বাদাঘাটের আনিসুল হক নামে এক যুবক ওই অভিযোগটি দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, উপজেলার পুরানঘাট গ্রামের মজিবুর তালুকদারের ছেলে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যারয়ের শিক্ষার্থী কিশোর শরীফ তালুকদার,তার সহোদর আরিফ তালুকদার ও ফকির নগর গ্রামের হযরত আলীর ছেলে ইমন মিয়া। অভিযোগে আর ৩ থেকে ৪ কিশোরকে অজ্ঞাতনামা আসামি হিসাবে অভিযুক্ত করা হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে অতীতে নিরীহ শিক্ষার্থীদের মারধর, হুমকি ধামকি প্রদান ও একাধিক ছাত্রীকে ইভটিজিং এবং হয়রানী করাসহ নানা অভিযোগ উঠেছে। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পুরানঘাট গ্রামের শরীফ তালুকদার নামে কিশোর গ্যাং লিডারের নেতৃত্বে ৬ হতে ৭ সদস্যের কিশোর গ্যাং’র সদস্যরা গত সোমবার বিকেলে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে যুবক আনিসুল হককে পথরোধ করে তার ওপর লাঠিসোটা নিয়ে হামলার এক পর্যায়ে তাকে ফের হত্যা চেষ্টা চালিয়ে লোহার পাত দ্বারা আঘাত করে মাথা ফাঁটিয়ে রক্তার্থ জখম করে ফেলে রেখে যায়।
পরে আশে পাশে থাকা লোকজন এগিয়ে এসে আহত ওই যুবককে ওইদিন সন্ধায় আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপেলক্সে ভর্তি করেন।এলাকার লোকজন ও একাধিক শিক্ষার্থীরা জানান, কিশোর শরীফ মাধ্যমিকে পড়ুয়া শিক্ষার্থী হলেও সে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের বেশ ক’জন কোমলমতি শিক্ষার্থী ও পরিবারের স্বজনদের নিয়ে গত বছর ধানেক সময় ধরে একটি কিশোর গ্যাং গড়ে তোলে।
নিজ বিদ্যালয় ও বিদ্যালয় বহির্ভুত এলাকায় শরীফ সহ তার কিশোর গ্যাংর সদস্যরা ধারালো ছোড়া, চাকু লোহার পাত, রড. কাঠের রোল নিয়ে প্রায়শই ঘুরাফেরা করে নিজেদের আধিপত্য জানান দিতে গিয়ে একাধিকবার নিরীহ শিক্ষার্থীকে মারধর সহ হুমকি ধামকি প্রদান করে আসছে। এ গ্যাং’র সদস্যদের দ্বারা শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতগামী বহু ছাত্রী রাস্তাঘাটে এমনকি নিজ শিক্ষা প্রতিষ্ঠানেও হয়রানী, বেপরোয়া বখাটেপনা ও ইভটিজিং’র শিকার হতে হয়েছে।
মঙ্গলবার সকালে তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।প্রতীকী ছবি
Leave a Reply