শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি।। প্রথম দিন শেষে ৭ উইকেট হাতে নিয়ে ক্রিজ ছেড়েছেন শ্রীলংকা দলের অধিনায়ক নিপুন ধনাঞ্জয়া ও গামাগে দিনুষা। অধিনায়ক নিপুন ধনাঞ্জয়া ৪০ বলে ১৮ রান এবং গামাগে দিনুষা ৬৯ বলে ৪৬ রানে অপরাজিত রয়েছেন। শ্রীলংকার যে তিনটি উইকেটের পতন হয়েছে তারমধ্যে বিক্রমসিংহে ৫১ বলে ৪৫ রান তোলেন, যেখানে তিনি ৯ টি বাউন্ডারি (৪) হাকিয়েছেন।
দলের হয়ে দ্বিতীয় উইকেট হারানো অভিষেক কাহাদওয়ারাচ্চি ৯ বলে ১ রান করেন এবং তৃতীয় উইকেট হারানো রবিন্দু রাসানাথ ৪ টি বাউন্ডারি (৪) হাকিয়ে ৫৪ বলে ২১ রান করেন। আর বাংলাদেশ দলের হয়ে আব্দুল্লাহ হিল গালিব সর্বোচ্চ ২ উইকেট নেন। তিনি ৮ ওভারে ২৯ রান দিয়েছেন। অপরদিকে নোমান চৌধুরী ৯ ওভার বল করে ২ টি মেইডেন ওভার ও সর্বোচ্চ ৫৫ রান দিয়ে ১ উইকেট তুলে নেন।
এদিকে যেভাবে প্রথমদিনের খেলা হয়েছে, তাতে বড় স্কোর গড়ার সুযোগ আছে সফরকারীদের। অবশ্য দ্বিতীয় দিন সকালে দ্রুত উইকেট তুলে নিতে পারলে ম্যাচ হাতে থাকার সম্ভাবনাও থাকছে স্বাগতিকদের। প্রথম দিন খেলা হয়েছে ৩৬ ওভার, যেখানে শ্রীলংকা দলের অতিরিক্ত রান এসেছে ২৪ টি। এরআগে সোমবার (২৮ অক্টোবর) দুপুর ২ টায় বরিশাল নগরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নেন শ্রীলংকা।
আর প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই রান তুলতে দুর্দান্ত ব্যাটিং শুরু করে শ্রীলংকান ব্যাটসম্যানরা। ম্যাচ রেফারি এ এস এম রকিবুল হাসান জানান, আজ যতক্ষন আলো ছিলো ততক্ষন খেলা চলে। আগামীকাল নির্দিষ্ট সময়ের আধ ঘন্টা আগে সকাল ৯ টায় খেলা শুরু হবে এবং নিয়মানুযায়ী ম্যাচ পরিচালনা করা হবে। উল্লেখ্য, চারদিনব্যাপি ম্যাচ গত ২৬ অক্টোবর শুরু হওয়ার কথা থাকলেও দুর্যোগপূর্ন আবহাওয়ার কারনে গত দুইদনি পরিত্যাক্ত ঘোষনা হয়।
এদিকে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য এ যুব আন্তর্জাতিক ম্যাচকে ঘিরে দুপুর ১২ টা থেকেই বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের গ্যালারীতে ক্রিকেটপ্রেমী ও দর্শকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। খেলা শুরুর আগে স্টেডিয়ামের দক্ষিন পাশের গ্যালারি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। দর্শকরা প্রথমবারের এ খেলা দেখতে বিনা টিকিটে সরাসরি মাঠে বসে দেখতে পেয়ে বেশ উচ্ছাস প্রকাশ করেছেন।
Leave a Reply