বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল কীর্তনখোলা নদীতে জাল ফেলার অপরাধে যুবককে এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার বেলা ১১টার দিকে নদীতে অভিযান চালিয়ে আবৈধভাবে জাল ফেলা যুবক মাসুদ হাওলাদারকে আটক করে ডিসি ঘাট এলাকায় এনে সাজা প্রদান করে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মোশাররফ হোসেন। বরিশাল সদর নৌ-থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, মাসুদ হাওলাদার ও তার আরও এক সহযোগী মিলে নদীতে জাল ফেলে।
খবর পেয়ে অভিযান চালালে একজন পালিয়ে যায়। আটক মাসুদ হাওলাদারকে ভ্রাম্যমান আদালতে সোর্পদ করা হলে এক বছরের কারাদন্ড প্রদান করেন। মাসুদ হাওলাদারের পিতার নাম বাবুল হাওলাদার। তার বাড়ি চরকাউয়া এলাকায়। ওসি জানিয়েছেন, এ সময় ৫০০ মিটার জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট ও সুতার জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
Leave a Reply