বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন
মোঃসাইফুল ইসলাম (রনি)। গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত আড়িয়াল খাঁ নদীর গৌরনদী অংশে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকারী গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, ইলিশ প্রজনন মৌসুমে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে গৌরনদীর মিয়ারচর নামক এলাকায় আড়িয়াল খাঁ নদীতে ইলিশ মাছ ধরা শুরু করে কিছু অসাধু মৎস্যজীবীরা। বিষয়টি জানতে পেরে শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।
এছাড়াও জালের সাথে পাওয়া প্রায় এক মণ ইলিশ মাছ উপজেলার পাঁচটি ইয়াতিম খানায় বিতরণ করা হয়। ইলিশ রক্ষায় ৩০ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, গৌরনদী মডেল থানার এএসআই আসাদুল হক প্রমুখ।
Leave a Reply