রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ৩৩তম ভারতীয় অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের নেতৃত্বে উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদলের সদস্য হিসেবে ভারতে অবস্থান করছেন এফবিসিসিআই’র পরিচালক, বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ড্রাট্রিজের প্রেসিডেন্ট, নিজাম শিপিং লাইনসের (এ্যাডভেঞ্চার) ব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দিন সিআইপি।
গত বৃহস্পতিবার বাংলাদেশ এয়ারলাইনসের বিমানযোগে ভারতের নয়াদিল্লিতে পৌছান। বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সহযোগীতায় ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) এ সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে বিশ্বের ৪০টি দেশের নেতৃস্থানীয় আট শতাধিক ব্যক্তি অংশ নিয়েছে। ভারতীয় অর্থনৈতিক সম্মেলনের দ্বিতীয় দিন আগামি ৪ অক্টোবর এফবিসিসিআই সভাপতি ভারতের শীর্ষস্থানীয় বিভিন্ন শিল্প/ বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সাথে এক বৈঠকে মিলিত হবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের বাণিজ্য, শিল্প এবং রেল মন্ত্রী পিয়ুশ গয়াল বৈঠকে উপস্থিত ছিলেন। একই দিন এফবিসিসিআই বাণিজ্য প্রতিনিধিদল ‘ইন্ডিয়া-বাংলাদেশ বিজনেস ফোরম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগীতায় কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই), এ্যাসোসিয়েটেড চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ইন ইন্ডয়া (এএসএসওসিএইএএম) এবং ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) এ ফোরমের আয়োজন করেছে।
অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং ভারতের বাণিজ্য, শিল্প ও রেলওয়ে মন্ত্রী ফোরামে উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে এফবিসিসিআই’র অন্যান্য অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন। ভারত সফর শেষে এফবিসিসিআই প্রতিনিধিদল আগামীকাল রবিবার (৬ অক্টোবর) ঢাকায় ফিরবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply