বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র সাজিদ (১৫) নামে এক স্কুলছাত্রকে মারধর করেছে সহপাঠিরা। ক্রিকেট খেলার স্টাম্প ও ব্যাট দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাকে গুরুতর আহত করা হয়েছে। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাবুগঞ্জের দুর্গাসাগর লাগোয়া চন্দ্রদ্বীপ হাই স্কুলের সামনে এই হামলা করে সহপাঠি চয়নের নেতৃত্ব ১০ থেকে ১২ জন। উপজেলার মুশুরিয়া গ্রামের কবির সিকদারের সাজিদ ওই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী।
এই ঘটনায় শুক্রবার সহপাঠি ৬ শিক্ষার্থীর নাম উল্লেখ করে সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানায় একটি মামলা করেছেন সাজিদের মা শাহিনুর বেগম।
পুলিশ মামলার বরাত দিয়ে জানায়- সিনিয়র জুনিয়র নিয়ে দ্বন্দ্বে সাজিদের ওপর চয়নের নেতৃত্বে হামলা করে সহপাঠি তানভির, ইউসুফ, রাতুল, তাওসিফ এবং সাব্বিরসহ অন্তত ১০ থেকে ১২ জন। একপর্যায়ে তারা চতুরদিক থেকে তাকে ঘিরে ক্রিকেট খেলার স্টাম্প ও ব্যাট দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রাখে। এবং সাথে থাকা নগদ সাড়ে ৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসে।
এই ঘটনায় একটি মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আব্দুর রহমান মুকুল জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একটি টিম কাজ শুরু করেছে।এর আগে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন স্কুলছাত্রের শিক্ষার্থীর খোঁজ-খবর নিয়েছে।
Leave a Reply