শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০০ অপরাহ্ন
রিয়াজ মাহামুদ আজিম॥ বরিশালে মটরসাইকেল চাপায় কমলা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। বুধবার(০২ অক্টোবর) রাতে সিএন্ডবি রোড কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাত ১১ টার দিকে চৌমাথা থেকে আসা মটরসাইকেলটি নথুল্লাবাদ যাচ্ছিল কাজীপাড়া পৌছালে রাস্তা পার হচ্ছিলেন ওই নারী এ সময় বেপরোয়া মটরসাইকেলটি ধাক্কা দিলে এতে রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ওই মটরসাইকেলটি জব্দ করাসহ দুইজনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। নিহত কমলা বেগম কাজীপাড়া এলাকায় হাওলাদার বাড়ি বাসিন্দা।তার স্থায়ী ঠিকনা,১ নং রায়পাশা-কড়াপুর ইউনিয়নে ।
আটককৃত দুইজন হলো,হরিনিয়া ফুলিয়া এলাকার আশ্রাব আলী হাওলাদারের পুত্র মোঃ রাহাত (১৭) অপর জন ২৭ নং ওয়ার্ড রুয়ারপোল এলাকার আমজেদ আলীর পুত্র অপু হাওলাদার।
Leave a Reply