সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৪৯ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলায় আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ২৩ সেপ্টেম্বর (সোমবার) সকালে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ভোলার সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা মো: মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সেলিম রেজা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে সহ বিভিন্ন উপজেলা থেকে আগত মন্দিরের নেতৃবৃন্দ।
বিগত বছরের তুলনায় এবছর পূজা মন্ডপের সংখ্যা বেড়ে ১০৭। আগামী ৪ অক্টোবর মহা ষষ্ঠীর মাধ্যমে শুরু হবে শারদীয় দূর্গা উৎসব।সভায় শারদীয় দূর্গা উৎসব উদযাপনে সমস্যার কথা তুলে ধরে মন্দির প্রতিনিধিরা। যা সমাধানের আশ্বাস দেন জেলা প্রশাসক। এছড়া আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনাও দেন পুলিশ সুপার।
Leave a Reply