বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ গাজীপুরে সড়ক দুর্ঘটনায় সোহেল রানা (৩২) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। সে ইটাহাটা এলাকায় এজেড ফ্যাশন নামে একটি কারখানার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।বুধবার (২১ অগাস্ট) ভোরের দিকে নগরীর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সোহেল বরিশাল সদরের বন্দর থানা এলাকার নড়কাটি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি একেএম কাউসার চৌধুরী জানান, নাইট ডিউটি শেষ করে সোহেল বাইসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে কাশেম টেক্সটাইল মসজিদ এলাকায় অনাবিল পরিবহনের একটি বাস সাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।তিনি আরও জানান, নিহত সোহেল সপরিবারে নগরীর বাসন সড়কের পেয়ারা বাগান এলাকায় ভাড়া থাকতেন।
Leave a Reply