বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা থেকে মো. আলমগীর (৩৫) নামে শারীরিক প্রতিবন্ধী এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার চাকপাড়া হাঁসপুকুর এলাকার মো. রবিউলের ছেলে।
বুধবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে পরিবার ও স্থানীয়দের দেয়া খবরের ভিতিতে পুলিশ হাঁসপুকুর এলাকার সীমান্তবর্তী একটি আম বাগানের ভেতর পড়ে থাকা আলমগীরের মরদেহ উদ্ধার করে। আলমগীর দিনে ঝাঁটা বিক্রি ও রাতে একটি পুকুর পাহারার কাজ করেতন।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুদ্দিন মণ্ডল জানান, আলমগীরের গলাকাটা ও দেহের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কিন্তু কে বা কারা, কেন ও কখন তাকে হত্যা করেছে তা বুধবার বিকেল পর্যন্ত পরিবার বা অন্যকোন সূত্রে জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি নাসিরউদ্দিন।
Leave a Reply