মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: যশোর জেলার শার্শা উপজেলায় পাচারের পর অবৈধভাবে পুনরায় বাংলাদেশে প্রবেশের সময় মোছা. উম্মে হাবিবা (২০) নামে এক বাংলাদেশি যুবতীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে বাংলাদেশের অভ্যন্তরে বেনাপোল সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত উম্মে হাবিবা বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার চুনারচর গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের মেয়ে।
খুলনার ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, সোমবার দুপুর ২টার দিকে দৌলতপুর বিওপির একটি টহলদল যশোরের বেনাপোল সীমান্তে পাসপোর্টে ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় সীমান্তবর্তী এলাকা থেকে উম্মে হাবিবাকে আটক করে।
আটককৃত ওই তরুণীর জবানবান্দি থেকে জানা যায়, সে ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ভারতীয় নাগরিক জনৈক বাবুর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে গত ২৪ জুন বেনাপোল সীমান্ত দিয়ে দালাল চক্রের মাধ্যমে বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সে।
ভারতে প্রবেশের পর অপরিচিত কয়েকজন ব্যক্তি তাকে প্রাইভেট কারে করে নিয়ে একটি বাড়িতে রাখে। পরে ওই বাড়িতে অবস্থানের সময় একটি মহিলার মাধ্যমে জানতে পারে তাকে বিক্রি করা হয়েছে। এমতাবস্থায় ওই তরুণী কোন উপায়ান্তর না দেখে গত ৫ জুলাই ভোরে সেখান থেকে কৌশলে পালিয়ে আসে। পরে সোমবার (৮ জুলাই) অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশকালে বিজিবির টহলদল তাকে আটক করে। আটককৃত ওই তরুনীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানায় বিজিবি।
Leave a Reply