সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন
মোঃ মাসুদ সরদার গৌরনদী প্রতিনিধি: শিশু প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে জাতীয় ভাবে প্রথম স্থান অধিকার করেছে বরিশালের গৌরনদীর পালরদী মডেল স্কুল এ্যান্ড কলেজের দশম শ্রেনীর মেধাবী ছাত্র মৃত্তিক ভদ্র সহন।
জাতীয় শিশু একাডেমী মিলনায়তনে মহামান্য রাষ্টপতি এ্যাডভোকেট আব্দুল হামিদের কাছ থেকে সে স্বর্ণপদক ও সনদপত্র গ্রহন করায় গতকাল সহনের শিক্ষা প্রতিষ্টানের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
স্কুলের হল রুমে সংবর্ধনা সভা পালরদী মডেল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ তপন কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা খাদ্য পরিদর্শক অশোক কুমার চৌধুরী, সাবেক প্যানেল মেয়র মোঃ ফিরোজ রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন।
পালরদী মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক রাজারাম সাহার সঞ্চলনায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক এসএম ইলিয়াস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য মোঃ আলী হোসেন, আব্দুস ছালেক মামুন প্রমুখ। পরে মৃত্তিক ভদ্র সহন রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ন পদক পাওয়ায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা ও উপহার দেওয়া হয়।
Leave a Reply