সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশাল-ঢাকা মহাসড়কে বাবুগঞ্জের যাত্রীবাহী বাস, পিকআপ ভ্যান ও অটোরিক্সার মধ্যে তৃমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাসে অটো চালক ও বাস যাত্রী সহ প্রায় ১০ যাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে ৬ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৫ জুন) দুপুর দেড়টার দিকে বাবুগঞ্জ উপজেলার রামপট্টিতে এই দুর্ঘটনা ঘটে। এর ফলে বরিশাল-ঢাকা মহাসড়কে প্রায় ঘন্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ ছিলো।
পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানার সেকেন্ড অফিসার (উপ-পরিদর্শক) অরবিন্দ বিশ্বাস জানান, এসএ ট্রাভেলন্স কোম্পানির (ঢাকা মেট্রো-ব-১৪-৯৯৩৭)আব্দুল্লাহ পরিবহন নামক যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে বরিশাল থেকে চট্ট্রোগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলো।একই সময় ঘটনাস্থল অতিক্রম করছিলো ঢাকা থেকে বরিশালগামী পিকআপ (বরিশাল-ন-১১-০৫০৪) ভ্যানটি। তখন রাস্তার পাশ ধরে চলা একটি অটোরিক্সা বাচাতে গিয়ে বাস, পিকআপ ও অটোরিক্সার মধ্যে তৃমুখি সংঘর্ষ হয়।
এতে পিকআপ ও অটোরিক্সা ছিটকে রাস্তার ওপর পড়ে দুমড়ে মুচড়ে যায়। এছাড়া যাত্রী বোঝাই বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়।দুর্ঘটনার কারনে বাস যাত্রী, অটোরিক্সার চালক ও পিকআপ চালক সহ ১০ জনের মত যাত্রী আহত হয়। এর মধ্যে অটোরিক্সা চালকের অবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়ে বাবুগঞ্জ ফায়ার সার্ভিস এবং এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। তাছাড়া পিকআপ রাস্তার মধ্যে পড়ে থাকায় ঘন্টাব্যাপী বড় ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিলো। পরে রেকার এর সহায়তায় তা রাস্তার উপর থেকে সরিয়ে নিলে প্রায় দেড় ঘন্টা পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
Leave a Reply