রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: হিজড়াদের জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সনদপত্র ও এককালীন অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন নরসিংদীর হিজড়াদের পুনর্বাসনের জন্য একটি বিউটি পার্লার ও একটি মোবাইল সার্ভিসিং সেন্টার খুলে দেয়ার আশ্বাস দিয়েছেন।
আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শহিদুল ইসলাম।
জেলা প্রশানক শিক্ষিত হিজড়াদের প্রশিক্ষণ কর্মসংস্থানে এবং বাসস্থানের ব্যবস্থা করা হবে বলা জানান। তিনি হিজড়াদের উদ্দেশ্যে বলেন, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে।
প্রশিক্ষণার্থী হিজড়াদের পক্ষে বক্তব্য রাখেন সুহেল রানা ও ওয়াজকরণী। হিজড়া জনগোষ্ঠীর জীবন যাপন উন্নয়ন কর্মসূচির আওতায় ৫০ জন হিজড়ার ৫০ দিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
আলোচনা শেষে হিজড়াদের মাঝে সনদপত্র ও প্রত্যেক ১০ হাজার করে আর্থিক অনুদান বিতরণ করেন। এ সময় নেজারত ডেপুটি কালেক্টর মো. শাহ আলম মিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান ও সমাজসেবার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply