শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:০২ অপরাহ্ন
মাসুদ রানা: পিরোজপুরের মঠবাড়িয়ায় আসন্ন উপজেলা নির্বাচনে মনোনয়ন পত্র জমার শেষ দিনে আজ সোমবার আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থীর ওপর নৌকা সমর্থকরা হামলা চালানোর অভিযোগ উঠেছে। এসময় উভয় পক্ষে ৯ জন আহত ও বিদ্রোহী প্রার্থীর অফিস ও ১২ মোটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ এলাকায় এ সহিংসতার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় উভয় পক্ষ একে অপরকে দায়ি করেছে।
আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রাথীর্ হোসাইন মোশারফ সাকু ও ভাইস চেয়ারম্যান প্রার্থী যুবলীগ সভাপতি শাকিল আহম্মেদ নওরোজ সমথর্করা বিদ্রোহী প্রার্থী উপজেলা আ.লীগ সদস্য বিদ্রাহী স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিনের সমর্থকদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। এসময় হাহামলাকারীরা বিদ্রোহী প্রার্থীর সমর্থক ৭ নেতা কর্মীকে আহত করে এবং তাদের ব্যবহৃত ১২টি মটর সাইকেলসহ অফিস ভাংচুর করে।
বিদ্রোহী প্রার্থী রিয়াজ উদ্দিন অভিযোগ করে বলেন আ,লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা সোমবার দুপুরে মনোনয়ন পত্র দাখিল করে উপজেলা নির্বাচন অফিস থেকে বের হয়ে নেতাকর্মীদের নিয়ে যাবার পথে উপজেলা পরিষদ সংলগ্ন বিদ্রোহী প্রার্থীর ব্যাবসায়িক অফিসে হামলা করে এ সময় অফিসে থাকা নেতাকর্মীসহ অফিসের আসবাবপত্র ভাংচুর করে এবং অফিসের সামনে রাখা ১২টি মটর সাইকেল ভাংচুর করে। হামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত, বর্তমান সাধারণ সম্পাদক মশিউর রহমান মুর্তজা, সবুজ খান,শুভ রহমান, মামুন ইসলাম,সাদ্দাম,রনি আহত হয়।
এ বিষয়ে ভাইস চেয়ারম্যান প্রর্থী যুবলীগ নেতা শাকিল আহম্মেদ নওরোজ পাল্টা অভিযোগ করে বলেন আমরা মনোনয়ন পত্র দাখিল করে নির্বাচন অফিস থেকে বের হয়ে নেতাকর্মী ও সমর্থক দের নিয়ে যাবার পথে পিছন দিয়ে বিদ্রোহী প্রার্থী রিয়াজ উদ্দিনের সমর্থকরা হামলা করলে উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার,যুবলীগ কর্মী রিয়াদকে আহত করে। আহত রিপন জমাদ্দারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার ইসলাম বলেন, এ সহিংসতার ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইন গত ব্যাবস্থা নেয়া হবে।
Leave a Reply