বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:প্রথমদফা উপজেলা পরিষদের নির্বাচনের ভোট ৮ বা ৯ মার্চ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বিকেলে ইসির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
এসময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।
জানা গেছে, এবার ৫টি ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৮ বা ৯ মার্চ, দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ ও পঞ্চমধাপ রমজানের পর অনুষ্ঠিত হবে।
এছাড়া সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে কিশোরগঞ্জ-১ আসনে ২৮ ফেব্রুয়ারি পুনঃনির্বাচন হবে।
অপরদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। একই দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সঙ্গে যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডে সাধারণ নির্বাচন হবে।
জানা গেছে, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই ২ ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ ফেব্রুয়ারি।
Leave a Reply