বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
হিজলা প্রতিনিধি॥ জেলার হিজলা উপজেলার খাগেড়চর এলাকায় ১৩ বছরের এক কিশোরীকে পাহারা বসিয়ে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার সকালে মামলার এজাহারের বরাত দিয়ে থানার ওসি অসীম কুমার সিকদার জানান, ওই এলাকার কিশোরী কন্যাকে গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে একই এলাকার মানিক মাতুব্বর প্রতিবেশী ছালেহা বেগমের নির্মাণাধীণ ভবনে ডেকে নেয়। পরে ভবনের ভিতরে নিয়ে জোরপূর্বক কিশোরীকে ধর্ষণ করা হয়। এ সময় ধর্ষক মানিকের সহযোগি সজিব হাওলাদার ভবনের বাহিরে পাহারা দিচ্ছিলো। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে হিজলা থানায় মামলা দায়েরের পর ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ওসি আরও জানান, আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
Leave a Reply