শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের পিরোজপুর প্রতিনিধি তামিম সরদারের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করার প্রতিবাদে ধারাবাহিকভাবে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী করে যাচ্ছে পিরোজপুর জেলা উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ। গত দু‘দিন ধরে পিরোজপুর সদর, মঠবারিয়া উপজেলায় মানববন্ধন কর্মসূচী পালন করার পর শনিবার স্বরূপকাঠিতে মানববন্ধন হয়। সকালে উপজেলার স্বরূপকাঠি পৌর ভবনের সামনে প্রধান সড়কের পাশে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক ব্যানারে ওই মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে বক্ত্যব্যে রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মুজিবুর রহমান, মাসুদুল আলম অপু,সাংবাদিক আনোয়ার হোসেন, সাংবাদিক নারগিস জাহান, সাংবাদিক মো. হাবিবুল্লাহ। বক্ত্যব্যে বক্তারা সাংবাদিক তামিম সরদারের উপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিক পেটানো নতুন কিছু নয়। কিন্তু ক্রমেই সাংবাদিক পেটানো মাত্রা বেড়েই চলছে। নিরপক্ষ সাংবাদিকতা করতে গিয়ে আজ সাংবাদিকরা পদে পদে সন্ত্রাসী হামলার শিকাড় হচ্ছে। তাই নিরপক্ষ সাংবাদিকতা করতে হলে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে প্রশানকে সন্ত্রাসীদের ধমন করতে হবে। অন্যাথায় নিরপক্ষ সাংবাদিকতা ধীরে ধীরে সংকুচিত হয়ে যাবে।
প্রসঙ্গত, পিরোজপুর-৩ আসনে নির্বাচনী নিউজ কভার করতে গিয়ে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের পিরোজপুর প্রতিনিধি সাংবাদিক তামিম সরদার মহাজোট প্রার্থী লাঙ্গল প্রতিকের সমর্থক কিছু সন্ত্রাসী বাহিনীর হামলার শিকাড় হন। ওই হামলাকারীদের শাস্তির দাবীতে পিরোজপুরে ধারাবাহিকভাবে মানববন্ধন সহ নানা কর্মসূচী চলছে।
Leave a Reply