সরকার কঠোর, ডিবি প্রধান হারুনসহ একসঙ্গে ১৮ কর্মকর্তার সাময়িক বরখাস্ত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
সরকার কঠোর, ডিবি প্রধান হারুনসহ একসঙ্গে ১৮ কর্মকর্তার সাময়িক বরখাস্ত নদী শাসন নয়, নদী পালন জরুরি: প্রধান উপদেষ্টা বরিশালে স্বাস্থ্য আন্দোলনের নামে সহিংসতা, জরুরি বিভাগ বন্ধের হুঁশিয়ারি ৯৩৬১ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা চূড়ান্ত স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনে অচল শেবাচিম, কর্মবিরিতর ঘোষণা চিকিৎসকদের নগরীতে ব্যবসায়ীর ব্যাংক চেকে ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর  বরিশাল মেহেন্দিগঞ্জে স্কুল ছাত্রী মরিয়ম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন চরমোনাই শালুকা বাজারে ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন বরিশালে রেকর্ড বৃষ্টি, শহর যেন নদী! বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটিকে দায়িত্বভার হস্তান্তর




সরকার কঠোর, ডিবি প্রধান হারুনসহ একসঙ্গে ১৮ কর্মকর্তার সাময়িক বরখাস্ত

সরকার কঠোর, ডিবি প্রধান হারুনসহ একসঙ্গে ১৮ কর্মকর্তার সাময়িক বরখাস্ত




ডেস্ক রিপোর্ট ॥ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১৮ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপন প্রকাশ করে জানায়, এই কর্মকর্তারা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত। ফলে বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বরখাস্তকালীন সময়ে কর্মকর্তারা খোরপোষ ভাতা পাবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি সরকারের শৃঙ্খলাবিধি জোরদার করার পদক্ষেপ।

১৮ জন কর্মকর্তার মধ্যে তিনজন ডিআইজি, ছয়জন অতিরিক্ত ডিআইজি, চারজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার রয়েছেন। আলোচিত নামগুলোর মধ্যে রয়েছেন হারুন অর রশীদ, যিনি ডিএমপি’র গোয়েন্দা পুলিশের প্রধান থাকার সময় নানা ঘটনার জন্য বিতর্কিত হয়ে ওঠেন।

তালিকায় আরও আছেন ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম এবং ডিআইজি (কমানড্যান্ট) মহা. আশরাফুজ্জামান। এ ছাড়া বরখাস্ত হওয়া অতিরিক্ত ডিআইজিদের মধ্যে রয়েছেন সঞ্জিত কুমার রায়, শ্যামল কুমার মুখার্জী, মো. মনিরুজ্জামান, রিফাত রহমান শামীম, মোহাম্মদ জায়েদুল আলম ও মোহাম্মদ ফরিদ উদ্দিন।

পুলিশ সুপার পর্যায়ে বরখাস্ত হয়েছেন কাজী আশরাফুল আজীম, মো. আসাদুজ্জামান, মো. আবু মারুফ হোসেন এবং আয়েশা সিদ্দিকা। অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে রয়েছেন হাসান আরাফাত, রাজন কুমার দাস, মির্জা সালাউদ্দিন এবং রাশেদুল ইসলাম। এছাড়া সহকারী পুলিশ সুপার মো. হাবিবুল্লাহও বরখাস্ত হয়েছেন।

রাজনৈতিক অঙ্গনে এ সিদ্ধান্ত নিয়ে আলোচনার ঝড় বইছে। বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিন ধরে প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে আসছিল। সরকারের এ সিদ্ধান্ত নির্বাচনের আগে প্রশাসনের মধ্যে স্বচ্ছতা আনার কৌশল হতে পারে। তবে বিরোধী রাজনৈতিক দলগুলো এ বিষয়ে কী প্রতিক্রিয়া জানাবে, তা এখনো পরিষ্কার নয়।

অনেকেই মনে করছেন, সরকারের এই পদক্ষেপ শৃঙ্খলা ভঙ্গ বা পলায়নের মতো গুরুতর অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা দেবে। তবে সমালোচকদের মতে, একসঙ্গে এতগুলো উচ্চপদস্থ কর্মকর্তাকে বরখাস্ত করা আইনশৃঙ্খলা পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD