সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ আল্লাহ সহায় ছিল বিধায় আমি ২০০৮ সালে সংসদ নির্বাচনে আপনাদের ভোটে এবং দোয়ায় নির্বাচিত হয়েছিলাম। কিন্তু কখনও কমিশনের চিন্তাও করিনি বরং নিজের তহবিল থেকে ব্যক্তিগত অর্থায়নে সরকারের কোষাগারে ইজারার টাকা জমা দিয়ে সাধারন মানুষের কল্যাণে বিভিন্ন হাট বাজার ও খেঁয়াঘাট ইজারা মুক্ত করেছিলাম। গরিবের অর্থ, সম্পদ অথবা হক কেড়ে নেয়ার জন্য আপনারা আমাকে নির্বাচিত করেননি। এবারে যদি আপনারা আমাকে পুনঃরায় সাধারণ মানুষের পাশে দাড়াতে এবং সেবা করার সূযোগ দিতে নির্বাচিত করেন আপনাদের কাছে ওয়াদা করছি শুধু খেঁয়াঘাট হাট বাজার ইজারা মুক্ত নয়, এবারে নির্বাচিত হলে নতুন চমক দেখাব যা আপনারা ভাবতেও পারেননি। জনসেবায় আল্লাহর নৈকট্য পাওয়া যায় এবং অনেক আত্মতৃপ্তি পাওয়া যায় তা একবার নির্বাচিত হয়ে বুঝেছি। নির্বাচন আসলে অনেকই গলাবাজী করে থাকেন এটা করব ওটা করব কিন্তু নির্বাচিত হলে তা আর মনে রাখেন না। আমি এবারে নির্বাচতি হলে সমাজে জনসেবার নজীর স্থাপণ করতে চাই। জনসেবা কাকে বলে তা দেশবাসীকে দেখাতে চাই। গতকাল মুলাদী উপজেলার বাটামারায় লাঙ্গল প্রতীক নিয়ে গণসংযোগ ও মতবিনিময় সভায় এসব কথা বলেন বরিশাল-৩ আসনের মহাজোট সমর্থিত জাতীয় পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম কিবরিয়া টিপু। তিনি দলীয় ও জোট সমর্থীত নেতা কর্মী এবং সাধারণ ভোটারদের নিয়ে গতকাল দিনভর মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় শেষে সেলিমপুর, জাগরণী মাধ্যমিক বিদ্যালয় ও রামচর এলাকায় পথসভা শেষে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। আজ তিনি মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নে গণসংযোগ করবেন। এদিকে লাঙ্গল প্রতীকের পক্ষে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মকিতুর রহমান কিসলুর নেতৃত্বে গোলাম কিবরিয়া টিপুর ছোট ভাই গোলাম আউলিয়া মিয়াকে সঙ্গে নিয়ে বাবুগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন মনিটরিং শেষে বাবুগঞ্জ বাজার ও রহমতপুর বাজার, চাঁদপাশার উঁচাপোল, মাধবপাশার মোহনগঞ্জ বাজার, হিজলার পুল এলাকায় গণসংযোগ করেছেন দলীয় নেতা কর্র্মীরা।
Leave a Reply