মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: তিনগুণ অর্থে কোরবানির পশুর হাট ইজারা নিয়ে আলোচনায় এসেছেন নারায়ণগঞ্জের সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির। সরকারের আহ্বানকৃত দরপত্র মূল্য ছিল ৩৬ লাখ ৮০ হাজার টাকা। ফাতেমা ইজারা নিয়েছেন এক কোটি ১৫ লাখ ৫০০ টাকায়।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার আলীগঞ্জের পিডব্লিউডির খালি জায়গায় নির্ধারণ করা হয়েছে এই হাটের স্থান। হাটটির জন্য ১৫টি শিডিউলও ক্রয় করা হয়।
সোমবার আলীগঞ্জের পিডব্লিউডি’র খালি জায়গার অস্থায়ী কোরবানির হাটের জন্য দরপত্র জমা পড়ে ৫টি। তারমধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনিরকে বৈধ ইজারাদার হিসেবে ঘোষণা দেওয়া হয়। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক সর্বোচ্চ দরদাতাদের নাম ঘোষণা করেন।
Leave a Reply