শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১২:০২ অপরাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে সিরাজ খান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর মামলায় অভিযুক্ত প্রেমিককে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার সিরাজ খান ওই উপজেলার বাইশারী গ্রামের নজরুল ইসলাম খানের ছেলে।
ধর্ষণের শিকার তরুণী মামলার এজাহারে উল্লেখ করেছেন, সিরাজ খানের সঙ্গে মোবাইলে পরিচয় হয় তার। ৪-৫ মাস আগে তারা প্রেমের সম্পর্কে জড়ান। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তাকে মোবাইলে কল করে বাড়ির পেছনের বাগানে ডাকে সিরাজ। এরপর বিয়ের কথা বলে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় সিরাজ তাকে ধর্ষণ করে। ওই সময় তার চিৎকারে মা এগিয়ে এলে পালিয়ে যায় সিরাজ।
বানারীপাড়া থানার ওসি খলিলুর রহমান জানান, ধর্ষণের শিকার তরুণী মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক সিরাজকে গ্রেফতার করে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply