বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥মেহেন্দিগঞ্জ উপজেলায় ঈদকে সামনে রেখে কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা ভেজাল খাদ্য দ্রব্য অহরহ বিক্রি করছে। মেয়াদউর্ত্তীন্ন খাদ্য দ্রব্যও বিক্রি করছে। এসবের মধ্যে রয়েছে যেমন দুধ, ঘি, সেমাই, মাংস। যা খেয়ে মানুষ রোগাক্রান্ত হয়ে পড়বে।
এখানে স্যানেটারী অফিসার থাকা সত্বেও এর কোন মনিটর হচ্ছেনা,
এরা নিরব ভূমিকা পালন করছে। দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে, জানিনা এদের স্বার্থটা কোথায়? প্রতি বছর সরকার হাজার হাজার কোটি টাকা স্বাস্থ্যখাতে ব্যয় করে জনগনের সুস্বাস্থের জন্য। সুশীল সমাজ বলছে স্যানেটারী অফিসার নিজস্ব এলাকার বিধায় মনিটর সঠিক ভাবে হচ্ছেনা।
Leave a Reply