শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৬:২০ অপরাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ শিবলু জমদ্দার: মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ উপলক্ষে গতকাল সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত আনন্দঘন পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকাল ৫ ঘটিকার পর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসে রির্টানিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে। এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ নুরুল আলম, মেহেন্দিগঞ্জ রির্টানিং কর্মকর্তা শওকত। উপজেলা পরিষদের প্রাপ্ত ফলাফলে স্বতন্ত্র প্রার্থী একেএম মাহফুজ উল আলম (ঘোড়া) প্রতীকে ৩৭৪৫৯ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ হানিফ মিয়া (লাঙ্গল) প্রতীকে ৩০৪০ ভোট, বিএনপি মনোনীত প্রার্থী মোঃ গোলাম ওয়াহীদ (ধানের শীষ) প্রতীকে ২১৪৩ ভোট, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাডঃ মুনসুর আহম্মেদ (নৌকা) প্রতীকে ১৭৫৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান পলাশ (আনারস) প্রতীকে ৯৯৭ ভোট ও স্বতন্ত্র প্রার্থী কেএম রফিকুল ইসলাম (দোয়াত কলম) প্রতীকে ৩৬১ ভোট পেয়েছেন।
Leave a Reply