বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ বরিশাল ৪ হিজলা মেহেন্দিগঞ্জ আসনের সংসদ সদস্য পংকজ নাথের উদ্যোগে পাতারহাট-উলানিয়া প্রধান সড়কের ব্রীজ ভেঙ্গে পড়ায় লক্ষাধিক মানুষের সড়ক যোগাযোগের মাধ্যমে চলাচলের জন্য বিকল্প রাস্তা নির্মাণ করা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় পাতারহাট বন্দর থেকে ২ কিলোমিটার দূরে পৌরসভার খেজুরতলী বাজার সংলগ্ন খালের উপর নির্মিত পৌরসভা এবং চানপুর ইউনিয়নের সংযোগস্থলে থাকা ব্রিজটি গত প্রায় ৩/৪ মাস পূর্বে মাটির নিচের দিকে দেবে গিয়ে ভেঙ্গে পড়ায় বর্তমানে সম্পূর্নরুপে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
যার ফলে স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী সহ এই সড়ক দিয়ে চলাচলকারী ৩টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষের চরম দুর্ভোগের কথা চিন্তা করে পৌরসভার কালিকাপুর গ্রামের সরদার বাড়ীর সামনে দিয়ে নিজেস্ব উদ্যোগে বিকল্প একটি রাস্তা নির্মাণ করে দিলেন মাননীয় সংসদ সদস্য পংকজ নাথ।
উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মহসিন রাসেল জানান বিকল্প এই রাস্তাটি নির্মানের ফলে মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর, উলানিয়া ও গোবিন্দপুর ইউনিয়নের মানুষের সদরের সাথে যোগাযোগের জন্য সবচেয়ে দীর্ঘ ১০ কিলোমিটারের এই সড়কটি দিয়ে প্রতিদিন শতাধিক অটো, মাহিন্দ্রো, মটর সাইকেল, টেম্পু, নছিমন, করিমন সহ শত শত যানবাহন চলাচলে কষ্ট ও বিরম্বনা থেকে মুক্তি পেয়েছে।
বিকল্প সড়ক নির্মাণ করে দেওয়ায় মাননীয় সংসদ সদস্য পংকজ নাথের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই সড়ক দিয়ে চলাচকারী ভুক্তভোগী সাধারণ মানুষ।
Leave a Reply