মুসলিম ঐক্য ছাড়া ইসরায়েলি হামলা বন্ধ হবে না: পীর ছাহেব ছারছীনা Latest Update News of Bangladesh

শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:




মুসলিম ঐক্য ছাড়া ইসরায়েলি হামলা বন্ধ হবে না: পীর ছাহেব ছারছীনা

মুসলিম ঐক্য ছাড়া ইসরায়েলি হামলা বন্ধ হবে না: পীর ছাহেব ছারছীনা




পিরোজপুর প্রতিনিধি ॥ সদ্য স্বাক্ষরিত শান্তি চুক্তি একতরফাভাবে লঙ্ঘন করে, মানবতার শত্রু ইসরায়েল পবিত্র মাহে রমজানের সেহরীর সময়ে গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়েছে। এ হামলায় একদিনে সহস্রাধিক বেসামরিক মুসলিম নারী, শিশু এবং বৃদ্ধ নিহত হয়েছে। এমন বর্বর হামলা করার পরেও বিশ্ব মুসলিম নেতৃবৃন্দের কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন বাংলাদেশ জমইয়াতের হিযবুল্লাহর আমীর ও ছারছীনা দরবার শরীফের গদ্দীনসিন পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন। তিনি বলেন, মুসলিম বিশ্বের উল্লেখযোগ্য শক্তিধর রাষ্ট্রগুলো যেমন- ইরান, তুরস্ক, কাতার, সৌদি আরব, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং বাংলাদেশ যদি একজোট হয়ে প্রতিবাদ জানায়, তবে তা শুধু ইসরায়েলই নয়, তাদের অন্যতম ইন্ধনদাতা আমেরিকা পর্যন্ত কম্পিত হতে বাধ্য হবে। তাই তিনি মনে করেন, মানবতার শত্রু ইসরায়েলকে প্রতিহত করার জন্য বিশ্ব মুসলিম ঐক্যের কোনো বিকল্প নেই।

হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন বলেন, পবিত্র মাহে রমজানের ১৭ তারিখ বদরে মুসলমানদের মহা বিজয় অর্জিত হয়েছিল। তিনি বলেন, বদর বিজয় সামরিক শক্তিতে নয়, বরং ঈমানের শক্তিতে অর্জিত হয়েছিল, যা মুসলমানদের চেতনাকে প্রেরণা দেয়। তিনি আরও বলেন, ইসরায়েল ১৭ রমজান বদর দিবসকে বেছে নিয়ে এই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, যাতে মুসলিম বিশ্বের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, ইসরায়েল বিশ্ব মোড়ল আমেরিকার ইন্ধনে এই বর্বরতা চালাচ্ছে, এবং এভাবে মুসলিম বিশ্বকে চুপ করিয়ে রাখতে চাচ্ছে।

তিনি আরও বলেন, “প্রথম বিশ্বযুদ্ধে তুর্কী সালতানাতের পতনের পর থেকে অদ্যাবধি শতবছর পেরিয়ে গেলেও যুদ্ধ শেষ হয়নি। ইসরায়েলকে অবৈধভাবে মুসলিমদের ঘাড়ে চাপিয়ে দিয়ে ক্রুসেড চালানো হচ্ছে। তাদেরকে প্রতিহত করা আমাদের ঈমানী দায়িত্ব।” হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আশাবাদী, একদিন মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ সংগ্রামই ইসরায়েলের কুমতলবকে রুখে দেবে এবং ফিলিস্তিনিদের মুক্তি মিলবে।

এ পরিস্থিতিতে তিনি মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানান, যেন তারা ঐক্যবদ্ধভাবে ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। মুসলিমদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে ইসরায়েল এবং তাদের পৃষ্ঠপোষক দেশ আমেরিকাকে আন্তর্জাতিক পর্যায়ে চ্যালেঞ্জ জানানো সম্ভব হবে, যা মুসলিম বিশ্বের জন্য একটি সুবর্ণ সুযোগ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD