শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি:
মাদকাসক্ত ছেলের দা’য়ের কোপে পিতা ও ছোট ভাই গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার বেলা এগারোটার দিকে জেলার আগৈলঝাড়া উপজেলার পশ্চিম সুজনকাঠী গ্রামে।
জানা গেছে, উপজেলা সদরের কাপড় ব্যবসায়ী ওই গ্রামের বাসিন্দা বাবুল মোল্লার মাদকাসক্ত পুত্র নোবেল মোল্লা নেশা করার জন্য তার পিতার কাছে ২০ হাজার টাকা চায়। বাবুল মোল্লা টাকা দিতে অস্বীকৃতি জানালে নোবেল তার ছোট ভাই নাঈমের মোবাইল ফোন চায়।
এনিয়ে বাগ্বিতন্ডার একপর্যায়ে মাদকাসক্ত নোবেল ধারালো দা’দিয়ে নাঈম (১৫) ও বাবুল মোল্লাকে (৫০) কুপিয়ে আহত করে। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় বাবুল মোল্লা ও নাঈমকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।
Leave a Reply