শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন
বাকেরগঞ্জ প্রতিনিধি :
বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়ায় অপরাধের স্বর্গরাজ্য গড়ে তুলেছেন ৮ নং ওয়ার্ডের মেম্বার জুয়াখোর কামাল হাওলাদার ওরফে মহিষ কামাল। কিছুদিন আগে বোয়ালিয়া তিনটি গরু চুরি হলে বাকেরগঞ্জ থানা পুলিশ চোর লোকমানকে আটক করে। কিন্তু এই কামাল মেম্বার চোরের সাথে একলক্ষ টাকা রফাদফা করে থানা থেকে চোরকে ছাড়িয়ে নেয়। তার কিছুদিন যেতে না যেতেই আবারো বোয়ালিয়ার মোল্লা বাড়ি থেকে পাচটি গরু চুরি হয়।
এলাকাবাসীর ধারনা গরু চোর লোকমান এবং কামাল মেম্বার মিলে এই চুরির ঘটনা ঘটিয়েছে। গত তিন দিন আগে রাতে বোয়ালিয়ায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটলে কামাল মেম্বার পুলিশকে ভুল তথ্য দিয়ে বাণিজ্য করার মানষে নিরীহ মানুষকে আটক করার অভিযোগ উঠেছে। পুলিশের ভুমিকাও এতে রহস্যজনকএবং প্রশ্নবিদ্ধ! জুয়াখোর কামাল মেম্বার বরিশালের একদল জুয়ারীসহ এলাকার লোকজন নিয়ে বোয়ালিয়ায় অনিল ডাক্তারের বাড়ি ও লাহারি বাড়িতে প্রতি রাতে লাখ টাকার জুয়ার আসর বসায়।
গত বিএনপির আমলে কামাল মেম্বার নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে দুর্নীতির মাধ্যমে কোটি টাকা কামিয়েছেন। এলাকায় তার জমজমাট সুদের ব্যবস্যাও রয়েছে । কখনো আবার আলীগ নেতা, তবে বর্তমানে জাপা নেতার নাম ভাঙ্গীয়ে সে তার কুকর্ম করে থাকেন। তার ভয়ে এলাকার কেহ প্রতিবাদ করেনা।
পারিবারিক জীবনেও স্ত্রী নির্যাতনের অভিযোগ আছে তার বিরুদ্ধে। মধ্যযুগীয় বর্বরতার প্রতিক বেতের লাঠি নিয়ে চলেন এই কামাল মেম্বার। অপরদিকে জুয়ার আসরকে কেন্দ্র্র করে মাদক ব্যবসাটাও চুকিয়ে করছেন তিনি। এলাকাবাসী তার এ অপকর্ম থেকে মুক্তি চায়।
Leave a Reply