শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশাল-৩(বাবুগঞ্জ-মুলাদী) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মিজানুর রহমান বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নে কর্মী সভা ও গনসংযোগ করেছেন। রবিবার সকালে ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে সভাপতি ইউসুফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেতাকর্মীদের সতঃস্পূর্ত অংশগ্রহনে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বলেন,তুরুন সমাজ থেকে হারিয়ে যেতে বসা মুল্যবান সম্পদ নৈতিকতা, আদব-কায়দা রক্ষায় আমাদের সবার কাজ করতে হবে। আমরা ভালো কিছু করলে তরুনরা অনুপ্রেরনা পাবে ।
আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে নেতাকর্মীদের উদ্দিশ্যে তিনি বলেন,ভিতরগত কোন্দল ভুলে গিয়ে সবাইকে এক হয়ে আওয়ামীলীগের নৌকার পক্ষে কাজ করতে হবে। মনোনয়ন নিয়ে তিনি বলেন,নেত্রীর(প্রধানমন্ত্রী শেখ হাসিনা) নির্দেশেই কাজ করে যাচ্ছি বাকিট তার ইচ্ছা। কর্মী সভায় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর ইউনিয়ন চেয়ারম্যান তারিকুল ইসলাম,যুবলীগ সভাপতি হাবিবুর রহমান মিঠু প্রমুখ। পরে দিনভর ইউনিয়নের আগরপুর বাজার,আগরপুর কলেজ সহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন ও সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন।
Leave a Reply