সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি: বাবুগঞ্জে চাঞ্চল্যকর রাব্বি হত্যা মামলায় জড়িতদের গ্রেফতার পূর্বক শাস্তি নিশ্চিতের দাবীতে মানববন্ধন করেছে মোহনগঞ্জ স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ। রবিবার দুপুর ১২ টার সময় বিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে প্রতিষ্ঠান প্রধান অনিল চন্দ্র বিশ্বাস বলেন, রাব্বি আমার বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী ছিল। তাকে অমানবিক নির্যাতন করে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই ঘৃণিত হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ থাকবে দ্রুত হত্যাকান্ডের রহস্য উন্মোচন করে আসামীদের জনসম্মুখে নিয়ে আসেন।
এসময় জেলা ছাত্রদলের সহ সভাপতি সবুজ আকন তার বক্তব্যে আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করে সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের প্রতি অনুরোধ জানায়।
মানববন্ধনে অংশ গ্রহন করেন নিহত রাব্বির বাবা বাচ্চু হাওলাদার, বোন লামিয়া আক্তার, ভাই সাব্বির রহমানসহ স্থানীয়রা। মানববন্ধনে শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শত শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ গ্রহন করেন।
উল্লেখ্য যে, বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর গ্রামের স্কুল ছাত্র মোঃ রাব্বি হাওলাদার হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৮ ও এয়ারপোর্ট থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা উপজেলার পূর্ব রহমতপুর গ্রামের আব্দুর ছাত্তারের ছেলে সাকিব (২৭) একই গ্রামের হাকিম খন্দকারের ছেলে সাগর খন্দকার (২৮)।
শনিবার(২৫ জানুয়ারী)বিকালে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বকচিশ চর এলাকা থেকে সাকিব ও রহতপুর ইউনিয়নের পশ্চিম রহমতপুর থেকে সাগর খন্দকার গ্রেফতার করা হয়। এর আগে চলতি মাসে গত ২২ জানুয়ারী সকালে উপজেলার পূর্ব রহমতপুর এলাকার রাস্তার পাশে মোঃ রাব্বি হাওলাদার (১৮) নামের ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ ।
ওই ঘটনায় নিহত বড় ভাই সাব্বির রহমান বাদী হয়ে বরিশাল এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় ৪ জনকে আসামি করা হয়েছে। আর কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
Leave a Reply