বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ঘটকেরচর গ্রামের ২কিঃমিঃ ভাঙ্গা ও খানাখন্দ ইটছলিং রাস্তা সেচ্ছাশ্রমে মেরামত করা হয়েছে।
রবিবার সকালে স্থানীয় যুবসমাজের উদ্যোগে চলাচলের অনপুযোগী রাস্তাটি মাটি দিয়ে সংস্কার করা হয়। ওই গ্রামের সিকদার বাড়ি জামে মসজিদ থেকে রেন্ট্রিতলা স্টেশনে যাওয়ার ২কিঃমিঃ ইটসলিং রাস্তা দীর্ঘদিন যাবৎ চলাচল অনপুযোগী ও ঝুকিপূর্ণ হয়ে পরে। রাস্তাটি দিয়ে স্কুল,কলেজের শিক্ষার্থীসহ সহাস্রাধীক লোক চলাচল করলেও বিষয়টি কোন জনপ্রতিনিধির নজড়ে না আসায় স্থানীয় যুবসমাজ সংস্কারের উদ্যোগ নেয়।
সেচ্ছাশ্রমে অংশ গ্রহনকারি রাহাত, তাজুল, আল আমিন, পনির, হাচান, ফিরোজ, আকাশ,রফিকসহ কয়েকজন বলেন, রাস্তাটির প্রায় যায়গায় ইট না থাকায় ও ভেঙ্গে যাওয়ায় জরুরি প্রয়োজনে ভ্যান,সাইকেল নিয়ে যাতায়াত করা অসম্ভব হয়ে পরে। তাই এলাকার বন্ধমহল মিলে যাতায়াত উপযোগী কওে তোলার জন্য মাটি দ্বারা মেরামত করি। তারা রাস্তাটি সরকারি ভাবে পিচঢালাইয়ের ব্যবস্থা করার দাবি জানায়।
Leave a Reply