বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধ॥ বাবুগঞ্জে ভোগদখলীয় জমি থেকে উচ্ছেদের পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার মাধবপাশা ইউনিয়নের ছাতিয়া মৌজায় এসএ ২৯৩ নং খতিয়ানের ৬৬নং দাগে ৪৭ শতাংশ জমির ২৩.৫০ শতাংশ জমি (দলিল মূলে) পৈত্রিক সুত্রে দীর্ঘ দিন যাবৎ ভোগ দখল করে আসছিলো রুহুল আমিন গংরা। কিন্তু হঠাৎ করেই ২০১১ সালে জমির দাতা মৃত্যু মমিন উদ্দিন প্যাদার ছেলে বেল্লাল প্যাদা বাবার দেয়া দলিল কে জাল দাবি করে আদালতে মামলা করে।
দীর্ঘ ৭ বছর আদালত সব তথ্যাদি পর্যবেক্ষনের পর ২০১৮ এর জুলাই মাসে দলিলটি জাল নয় বলে রায় প্রদান করেন। আদালতের রায় অনুযায়ী ওই জমিতে আমিন দ্বারা মাপ দিয়ে সিমানা প্রাচির (তার কাটার বেরা)দেওয়া হয়। তখন থেকেই শুরু করে বেল্লাল গংরা জমি থেকে উচ্ছেদের পায়তারা।
জানা যায়,এরই ধারা বাহিকতায় গত ২৪ আগষ্ট সকালে বেল্লাল প্যাদা ও তার দলবল দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে প্রবেশের একটি মাত্র সাঁকো ভেঙ্গে দিয়ে যায়। পেশি শক্তি প্রয়োগ করে জমির সিমানা প্রাচির (তার কাটার বেরা) সরিয়ে ফেলে এবং মালিকানা সাইনবোর্ড উপরে ফেলে তারা ।
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, তারা তান্ডব চলাকালে প্রান নাশের হুমকি প্রদান করেন। এসময় বাধা দিতে গেলে মারধর করে বলে জানা যায়। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারিরা বলেন, উচ্ছেদ অভিযানে অংশগ্রহন করেন বেল্লাল প্যাদা, জসিম, মহাসিন, নাসির প্যাদা, জাকির প্যাদা, জাহিদ , মিলন প্যাদা । এ ব্যাপারে বেল্লাল প্যাদা আনিত অভিযোগ অস্বিকার করেন।
Leave a Reply