রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার॥ বাবুগঞ্জে দালাল খ্যাত হত্যা মামলার চার্জসীট ভূক্ত আসামি যুবদল নেতা শাহাব উদ্দিন বাচ্চুর বিরুদ্ধে অভিযোগের হিড়িক উঠেছে। উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা গ্রামের সাবেক শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের পুত্র বাচ্চুর বিরদ্ধে মঙ্গলবার বেশ কয়েকটি আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশ হলে সকাল বেলায় সকল পত্রিকা চুরি করে সরিয়ে ফেলায় পাঠকরা ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
উপজেলার বিভিন্ন দপ্তরে দালালী,ইট ভাটায় চাঁদাবাজী, জমি দখল,দিঘী দখল, পুলিশের সাথে সক্ষতা গড়ে নিরিহ মানুষকে হয়রানীসহ বিভিন্ন রুটে অটোচালকদের জিম্মি করে মাসোয়ারা উত্তলনের অভিযোগ তীব্র হয়ে উঠেছে।আজ মঙ্গলবার উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপনের দপ্তরে বিমানবন্দর ইজিবাইক মালিক সমিতির সাধারন সম্পাদক সেন্টু হাওলাদারের নের্তৃত্বে শতাধীক অটোচালক কর্তৃক সাক্ষরিত একটি অভিযোগ আনুষ্ঠানিক ভাবে দায়ের করা হয় বাচ্চুর বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানাযায়, শাহাব উদ্দিন বাচ্চু পুলিশের নাম ভাঙ্গীয়ে অটো চালকদের কাছে উৎকোচ দাবি করে। দাবিকৃত উৎকোচ দিতে অপরাগতা প্রকাশ করলে হুমকি প্রদান করে।
এহেন হুমকির মুখে গত তিনদিন যাবৎ ইজিবাইক চালোনো বন্ধ হয়ে গেল উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা মিলে বিষয়টির সমাধান করেন। নাম প্রকাশ না করার শর্তে রহমতপুর বাজারের একজন বলেন, সাম্প্রতিক রহমতপুর বাজারের ঔষধ ব্যবসায়ী রফিকুল ইসলামকে পুলিশের হুমকি দিয়ে জিম্মি দশায় ফেলে ৪ হাজার টাকা হাতিয়ে নেয়। উপজেলার এক কর্মকর্তা অভিযোগ করে বলেন বাচ্চু উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কে হুমকি দিয়েছে । এছাড়াও দিনব্যাপী উপজেলার বিভিন্ন দপ্তরে এসে বসে থেকে সেবা গ্রহীতাদের হয়রানী করে থাকে। দালাল বাচ্চুর খুটিুর জোর নিয়ে আলোচনা সমালোচনা চলছে উপজেলা জুড়ে।উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন বলেন, অটো বাইক শ্রমিক ইউনিয়নসহ কয়েকটি লিখিত অভিযোগ পাওয়া গেছে ।
Leave a Reply