রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০১:৩১ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের পশ্চিম রহমতপুর গ্রামে আব্দুল রাজ্জাক গংদের বাড়ির প্রবেশপথ আটকিয়ে জমি দখলের চেষ্টা ও জমি মাপের নামে জোড় পূর্বক নিজ জমিতে রোপিত গাছ কর্তন করেছে প্রতিপক্ষ বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় এয়ারপোর্ট থানায় ও রহমতপুর ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ করেছে মৃত ইসহাক আলীর ছেলে ভুক্তভোগী আব্দুল রাজ্জাক ।
অভিযোগ সূত্রে জানাযায়, একই এলাকার মুক্তাল সরদারের ছেলে মনির সরদার ও জামাল উদ্দিনের ছেলে দালাল প্রকৃতির মোয়াজ্জেমসহ কয়েকজন রাজ্জাক হাওলাদার গংদের পৈত্রিক জমির উপরে বাড়িতে প্রবেশের পথ আটকে হয়রানির চেষ্টা চালাচ্ছে। গত শনিবার মনির ও মোয়াজ্জেম বাড়ির জমি মাপার নাম করে নিজেদের লোক সমাগমের মাধ্যমে সাবার সামনেই রাজ্জাকের রোপিত গাছ কেটে ফেলে দেয়।
এই কাজে সালাউদ্দিন আমিন কৌশলে সহযোগীতা করেছে বলেও অভিযোগ করেন তিনি। ভুক্তভোগী রাজ্জাক বলেন , পেশি শক্তি প্রয়োগের মাধ্যমে াামাদের কোনঠাসা করে জমি দখলের পায়তারা করছে প্রতিপক্ষরা। এতে পার্শবর্তী মোয়াজ্জেম সহযোগীতা করে জোড় জবরদস্তি করে গাছ কেটে ফেলে তারা।
Leave a Reply