বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জে এক ব্যবসায়ীকে মধ্যযুগী কায়দায় পিটিয়ে নগদ ৩০ হাজার টাকা ও একটি র্স্বনের আংটি ছিনতাই করেছে বখাটে যুবকরা। এ ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার মাধবপাশা ইউনিয়নের চন্দ্রপাড়া পিয়ন বাড়ি নামক স্থানে। স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রপাড়া গ্রামের সৈয়দ আজিজুল হকের ছেলে মোঃ শাহজাদা রুবেল(৩০) দোকানের মালামাল ক্রয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বানারীপাড়া রওয়ানা দেয়। প্রবল বৃষ্টির কারনে মালামাল ক্রয়করতে না গিয়ে দাড়োগার হাট থেকে বাড়ি ফেরার পথে পিয়ন বাড়ির সম্মুখে পৌছলে শহীদ মুন্সীর ছেলে রুবেল ও জুয়েল, সোহেল তার গতিরোধ করে তাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে গুরুতর আহত করে।
এক পর্যায় ব্যবসায়ী শাহজাদা রুবেল অজ্ঞান হয়ে পড়ায় তার সাথে থাকা ৩৫ হাজার টাকা হাতে একটি র্স্বনের আংটি নিয়ে পালিয়ে যায়। পথচারিরা আহত শাহাজাদা রুবেলকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে তাদের ডাকচিৎকারে এলাকার লোকজন ছুটে এসে আহত শাহজাদাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিমান বন্দর থানার ওসি(তদন্ত) এ আর মুকুল বলেন, ছিনতাই হওয়ার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।
Leave a Reply