শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:১০ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বাবুগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগে মাঠে নেমেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বেগম সেলিমা রহমান। গতাকল বিকেলে তিনি উপজেলার দলীয় নেতা কর্মীদের নিয়ে স্থানীয় মীরগঞ্জ বাজার, ফেরীঘাট ও বাবুগঞ্জ কলেজগেট এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি ব্যবসায়ী, এলাকার সাধারন মানুষের সাথে সৌজন্য সাক্ষাত ও কুশল বিনিময় করেন।
তবে তিনি জাতীয় নির্বাচনে বরিশাল-৩ আসন থেকে দলীয় নমীনেশন পেয়েছেন কিনা সে ব্যপারে নিশ্চিত জানাতে পারেননি দলীয় নেতা কর্মীরা। গতকাল ওই গণসংযোগে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আঃ করিম হাওলাদার, সাধারন সম্পাদক অহেদুল ইসলাম প্রিন্স, সহ-সভাপতি কামরুল আহসান হিমু, মুলাদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান দিপু, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান শিমুল সিকদার, শ্রমীক দল সভাপতি ফরিদ হোসেন, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সবুজ,বিএনপি নেতা মনিরুজ্জামান মিল্টন, মালেক সিকদার, সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাদশা, এবিএম মোস্তাফিজুর রহমান ফারুক মাস্টার, রাকিবুল ইসলাম খান রাকিব, মুলাদী উপজেলা মহিলা দলের দলের নেত্রী মিম্মু মেম্বর, বাবুগঞ্জ মহিলাদল নেত্রী রেশমা রহমান, বিএনপি নেতা সেলিম সরদার, যুবদল নেতা আসাদুজ্জামান জিহাদ সিকদার, কাজী বেলায়েত হোসেন, মোস্তাফিজুর রহমান টুলু, ছাত্রদল নেতা মেহেদী হাসান, আজিজুল হক, মনিরুজ্জামান সৌরভ, রফিকুল ইসলাম রাফিল, জুবায়ের হোসেন, বাপ্পী প্রমূখ।
Leave a Reply